About Us
যুব উন্নয়ন অধিদপ্তর
যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর সারা দেশের ন্যায় দিনাজপুরের ১৮-৩৫ বছর বয়সী শিক্ষিত-অর্ধশিক্ষিত বেকার যুব ও যুবমহিলাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের আত্মকর্মি হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে । ১৯৮১ সালে অত্র জেলায় যুব উন্নয়ন অধিদপ্তর তার কর্মযাত্রা শুরু করে । শহরের বিভিন্ন জায়গায় ভাড়া-বাড়ীতে অবস্থান শেষে ২০০৭ সালের জুন মাসে কাশিপুর-এ নিজস্ব ভবনে উপ পরিচালকের দপ্তরটি স্থানান্তরিত হয় । বর্তমানে সেখানেই দপ্তরটি অবস্থিত ।- কি সেবা কিভাবে পাবেন
- সেবা এবং ধাপসমূহ
- সিটিজেন চার্টার
- গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ
- সাংগঠনিক কাঠামো
- কর্মকর্তাবৃন্দ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- কর্মচারীবৃন্দ
- যোগাযোগ
কি সেবা কিভাবে পাবেন
সেবার নামঃ প্রশিক্ষণঃক) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ প্রশিক্ষণ গ্রহনে আগ্রহী সেবাপ্রার্থী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করবেন, এরুপ ৩০-৪০টি আবেদন যাচাই-বাছাই শেষে স্থানীয় চাহিদাভিত্তিক বিষয়/ট্রেড-এর উপর ৩০-৪০ জনের একটি দলকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয় ।
প্রশিক্ষণ ট্রেডঃ গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, মৎস্য চাষ, পোষাক তৈরী, ব্লক-বাটিক, পারিবারিক হাঁস-মুরগী পালন,কৃষি ও নার্সারি বা
স্থানীয় চাহিদা ভিত্তিক যে কোন ট্রেড । কোর্স ফি/ভর্তি ফিঃ কোন ফি লাগবে না । প্রশিক্ষণার্থীর বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ৫ম শ্রেণী পাশ ।
স্থানঃ সুবিধামত স্থানীয় যে কোন স্থাপনা/ভ্যেনু ।
খ) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ সেবা প্রার্থী সরাসরি উপ পরিচালক বা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করতে পারবেন । প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসরন করে আবেদন করতে হবে ।
প্রশিক্ষণ ট্রেডঃ ক) "গবাদিপশু, হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক" প্রশিক্ষণ । মেয়াদঃ ০২ মাস ১৫ দিন । ভর্তি ফিঃ ১০০/= । কোর্সের ধরনঃ আবাসিক । ভাতার পরিমানঃ জনপ্রতি ১২০০/= মাসিক । সেবা গ্রহীতার বয়স ও শিক্ষাগত যোগ্যতাঃ ১৮-৩৫ বছর, কমপক্ষে ৮ম শ্রণী পাশ । আসন সংখ্যাঃ ৬০ । স্থানঃ যুব প্রশিক্ষণ কেন্দ্র,কাশিপুর, দিনাজপুর ।
খ) পোষাক তৈরী । মেয়াদঃ ০৩/০৬ মাস । ভর্তি ফিঃ ৫০/= । অনাবাসিক কোর্স । কোন ভাতা দেয়া হয় না । বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ । আসন সংখ্যাঃ ৪০ । স্থানঃ উপ পরিচালকের কার্যালয়,কাশিপুর,দিনাজপুর । শুধুমাত্র বেকার যুব মহিলাদের জন্য ।
গ) মৎস্য চাষঃ মেয়াদঃ ০১ মাস । ভর্তি ফিঃ ৫০/= । অনাবাসিক কোর্স । কোন ভাতা দেয়া হয় না । বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ । আসন সংখ্যাঃ ২০ । স্থানঃ উপ পরিচালকের কার্যালয়,কাশিপুর,দিনাজপুর ।
ঘ) মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশনঃ মেয়াদঃ ০৬ মাস । ভর্তি ফিঃ ৫০০/= । অনাবাসিক কোর্স । কোন ভাতা দেয়া হয় না । বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ এইচ. এস. সি পাশ । আসন সংখ্যাঃ ৩০ । স্থানঃ উপ পরিচালকের কার্যালয়,কাশিপুর,দিনাজপুর ।
ঙ) কম্পিউটার ( বেসিক )ঃ মেয়াদঃ ০৬ মাস । ভর্তি ফিঃ ১০০০/= । অনাবাসিক কোর্স । কোন ভাতা দেয়া হয় না । বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ এইচ.এস.সি পাশ । আসন সংখ্যাঃ ৪০ । স্থানঃ উপ পরিচালকের কার্যালয়,কাশিপুর,দিনাজপুর ।
চ) ইলেক্ট্রিকাল এন্ড হাউজ ওয়্যারিংঃ মেয়াদঃ ০৬ মাস । ভর্তি ফিঃ ৩০০/= । অনাবাসিক কোর্স । কোন ভাতা দেয়া হয় না । বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ । আসন সংখ্যাঃ ৩০ । স্থানঃ উপ পরিচালকের কার্যালয়,কাশিপুর,দিনাজপুর ।
সেবার নামঃ ঋণ প্রদানঃ
ঋণের ধরন ও ঋণ পাবার যোগ্যতাঃ
ক) অপ্রাতিষ্ঠানিকঃ প্রার্থীকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণের পরিমানঃ ২০০০০-৪০০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ মাসিক । পরিশোধের মেয়াদঃ ০২ বছর । গ্রেস পিরিয়ডঃ ০৩ মাস । জামানতঃ জামিনদারের জমির মূল দলিল/দলীলের সার্টিফায়েড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ আবেদন ফর্ম--১০/=মাত্র । ঋণের চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ঋণীকেই সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস ।
খ) প্রাতিষ্ঠানিকঃ প্রার্থীকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণের পরিমানঃ ৪০০০০-৭৫০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ মাসিক । পরিশোধের মেয়াদঃ ০২ বছর । গ্রেস পিরিয়ডঃ ০৩ মাস । জামানতঃ জামিনদারের জমির মূল দলিল/দলীলের সার্টিফায়েড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ আবেদন ফর্ম--১০/=মাত্র । ঋণের চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ঋণীকেই সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস ।
গ) পরিবার ভিত্তিক ঋণঃ পরিবার ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণ পেতে ২৫-৫০ জনের একটি দল প্রয়োজন হয়, যেখানে ০৫ জন মিলে একটি করে গ্রুপ তৈরি করা হয় । ঋণের পরিমানঃ ৮০০০-১৬০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ সাপ্তাহিক । পরিশোধের মেয়াদঃ ০১ বছর/৫২ সপ্তাহ । গ্রেস পিরিয়ডঃ ০৩ সপ্তাহ । জামানতঃ প্রয়োজন নেই । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৫ম দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ ঋণের চুক্তিপত্রের জন্য ০৫ জনের প্রতিটি গ্রুপকে ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ ১ম দফায় জরিপ ও প্রশিক্ষণ শেষে আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, জেলা কার্যালয়ে প্রেরণ ও জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস । ২য়,৩য়,৪র্থ ও ৫ম দফায় এ সময়সীমা ২০ দিন ।
সেবার নামঃ যুব ক্লাব/সংগঠন তালিকাভূক্তিকরণঃ
তালিকাভূক্তির জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে । আবেদনের সাথে যা লাগবেঃ ১) গঠনতন্ত্র অনুমোদনকারী সভার কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি ও কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি ০৩ কপি । ২) কার্যনির্বাহী এবং সাধারণ পরিশোধের সদস্য সংখ্যা ও সদস্যদের নাম, পেশা, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং স্বাক্ষরসহ নামের তালিকা ০৩ কপি । ৩) বাড়ী ভাড়াঃ (ক) নিজস্ব সম্পত্তি হলে মূল ও হালনাগাদ খাজনার সত্যায়িত অনুলিপি (খ) ভাড়াবাড়ী হলে চুক্তি পত্রের সত্যায়িত অনুলিপি ০২ কপি । ৪) ব্যাংক হিসাবের সনদের সত্যায়িত অনুলিপি ০৩ কপি । ৫) গঠনতন্ত্রের সত্যায়িত অনুলিপি ০৩ কপি । ৬) সংগঠনের নিজস্ব প্যাড্-এ আলাদা করে বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রমের বর্ণনা । খরচঃ তালিকাভূক্তির জন্য কোন খরচ নেই । সময়সীমাঃ আবেদনপত্র প্রাপ্তির পর জেলা কার্যালয় কর্তৃক ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান করা হয় ।
সেবা এবং ধাপসমূহ
সিটিজেন চার্টার
দেশের বেকার যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সেবাসমূহঃক্রমিক নং
সেবার বিষয়
সেবার ধরন
মেয়াদ
বাস্তবায়নকারী কর্তৃপক্ষ
০১
প্রশিক্ষণ
অপ্রাতিষ্ঠানিকঃ
১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষিত-অর্ধশিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের উপজেলা পর্যায়ে স্বল্পমেয়াদে চাহিদাভিত্তিক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়। যেমনঃ হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ, পোষাক তৈরী, ছাগল পালন, গাভী পালন, গরু মোটাতাজাকরন, ব্লক-বাটিক, মাশরুম চাষ, নার্সারি, ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি।
প্রাতিষ্ঠানিকঃ
ক) আবাসিকঃ গবাদীপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ।
খ) অনাবাসিকঃ পোষাক তৈরী, মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন, মৎস্য চাষ, বেসিক কম্পিউটার, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ও ইলেকট্রনিক্স।
০৭ দিন/
১৪ দিন/
২১ দিন
২ মাস ১৫ দিন
১ মাস/
৩ মাস/
৬ মাস
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,
সংশ্লিষ্ট উপজেলা
ও
উপ পরিচালক,
যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।
যুব প্রশিক্ষণ কেন্দ্র,
যুব উন্নয়ন অধিদপ্তর,
কাশিপুর, দিনাজপুর।
উপ পরিচালক,
যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।
০২
যুব ঋণ
প্রশিক্ষণশেষে প্রকল্প গ্রহনকারী যুব ও যুব মহিলাদের যুব ঋণ প্রদান করা হয়ঃ
ক) অপ্রাতিষ্ঠানিকঃ ২০,০০০/- হ'তে ৪০,০০০/- পর্যন্ত।
খ) প্রাতিষ্ঠানিকঃ ৪০,০০০/- হ'তে ৭৫,০০০/- পর্যন্ত।
গ) পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ক্ষুদ্রঋণঃ
৫-১০টি দলের সমন্বয়ে ১টি কেন্দ্রে জনপ্রতি ১ম দফায় ৮০০০/-থেকে শুরু করে ৫ম দফায় ১৬০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।
২৪ মাসে পরিশোধ
৫২ সপ্তাহে পরিশোধ
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,
সংশ্লিষ্ট উপজেলা
ও
উপ পরিচালক,
যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।
০৩
যুব সংগঠন তালিকাভূক্তিকরণ
বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে যুব উন্নয়ন অধিদপ্তর হ'তে তালিকাভূক্ত করা হয়।
--
উপ পরিচালক,
যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।
০৪
যুব সংগঠনের অনুদান
যুব কল্যান তহবিলঃ তালিকাভূক্ত যুব সংগঠনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যান তহবিল হ'তে প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হয়।
অনুন্নয়ন খাতঃ তালিকাভুক্ত যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তর হ'তে প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হয়।
প্রতি বছর
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ঢাকা।
প্রধান কার্যালয়,
যুব উন্নয়ন অধিদপ্তর,
ঢাকা।
০৫
বিবিধ
প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের এবং আবাসন ও আশ্রায়ন প্রকল্পের সুবিধাভোগীদের প্রশিক্ষণ প্রদান, জাতীয় যুব পুরস্কার ও সফল যুব সংগঠক পুরস্কার প্রদান, বৃক্ষরোপন কর্মসূচী, কর্মশালা, সেমিনার, জাতীয় যুব দিবস সহ বিভিন্ন দিবস সমূহ পালন, জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, এইডস- এর ভয়াবহতা সম্বন্ধে অবহিতকরণ, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা রোধে জনগণকে উদ্বুদ্ধকরণ ইত্যাদিসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচী পালন। এছাড়াও সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করণ।
--
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,
সংশ্লিষ্ট উপজেলা
ও
উপ পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর।
গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ
এ মূহুর্তে যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল - ন্যাশনাল সার্ভিস কর্মসূচি, যা অত্র জেলার খানসামা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে । এর মূল উদ্দেশ্য হল উক্ত উপজেলার ২৪ থেকে ৩৫ বছর বয়সী কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা তদুর্ধ পাশ বেকার যুব ও যুবমহিলাদের ০৩ মাসের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকর্মপযোগী করে গড়ে তুলে পরবর্তি ০২ বছরের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে সাময়িক সংযুক্তি প্রদান । ০৩ মাস প্রশিক্ষণকালীন সময়ে প্রত্যেক প্রশিক্ষনার্থি প্রতিদিন ১০০/- হারে দৈনিক ভাতা প্রাপ্য হবেন । তবে অনুপস্থিত থাকলে তার ভাতা প্রদান করা হবেনা । সংযুক্তিকালীন সময়ে প্রত্যেকে সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যয়নের ভিত্তিতে দৈনিক
২০০/- হারে কর্মভাতা প্রাপ্য হবেন । উল্লেখ্য যে, কর্মে যোগদানের দুই ( ০২ ) বছর পর এই কর্মসংযুক্তির চুক্তি আপনা-আপনিই বাতিল বলে গন্য হবে । এ জন্য আলাদা কোন নোটিশ প্রদান করা হবে না । কর্মসংযুক্তির এই চুক্তি কোনভাবেই সরকারী চাকুরির কোনপ্রকার নিশ্চয়তা বিধান করেনা ।
ইতোমধ্যে খানসামা উপজেলায় এ লক্ষ্যে দরখাস্ত আহ্বান এবং দরখাস্ত যাচাই-বাছাই শেষে ২১২১ টি'র মধ্যে ১৯২৫ টি দরখাস্ত সঠিক হিসেবে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছিল । পরবর্তিতে জরিপ-এবং সাক্ষাৎকার শেষে মোট ১৬৬৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে । চলতি ২০১২-১৩ অর্থবছরে নির্বাচিত প্রার্থিদের (বরাদ্দ প্রাপ্তিসাপেক্ষে) পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে । এ লক্ষ্যে বিশেষজ্ঞ প্রশিক্ষক ও মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ/ওরিয়েন্টেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ।
নির্বাচিত প্রার্থিদের মধ্যে স্নাতকোত্তর পাশ মোট ৭০ জন ( পুঃ ৪৯ মঃ ২১ ), স্নাতক পাশ মোট ২৯৯ জন ( পুঃ ১৯৭ মঃ ১০২ ) ও উচ্চ মাধ্যমিক পাশ ১২৯৮ জন ( পুঃ ৮৩১ মঃ ৪৬৭ ) ।
ডিজিটাল বাংলাদেশ গড়বার প্রত্যয়ে নেটওয়ার্কিং জোরদারকরণ প্রকল্পের আওতায় গত ২০১১-১২ অর্থ-বছরে দিনাজপুরের ১৩ টি উপজেলার ২৫ টি নির্বাচিত যুব সংগঠনের মোট ৫৫০ জন (কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ) বেকার যুব/যুবমহিলাকে ১০ দিন মেয়াদি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করবার লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল । তণ্মধ্যে ৩০ জুন ২০১২ পর্যন্ত মোট ১৫টি ব্যাচ-এ ৪৮০ জন (পুঃ ৩৯৫ মঃ ৮৫ )-কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । বাকি ৭০ জনকে চলতি ২০১২-১৩ অর্থবছরে প্রশিক্ষণ প্রদান করা হবে । উক্ত ২৫ টি যুব সংগঠনের ২৫ জন সদস্যকে চলতি অর্থবছরে ০১ মাস মেয়াদি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তোলা হবে, যারা পরবর্তিতে তার এলাকার যুব সমাজকে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণে আগ্রহি করে গড়ে তুলতে এবং প্রশিক্ষণ প্রদানে সহায়তা করবে । এ লক্ষ্যে নির্বাচিত ২৫টি যুব সংগঠনের মাঝে গত ০২ জুলাই ২০১২ তারিখে ০১টি করে Core i5 প্রসেসর সমৃদ্ধ কম্পিউটার ( ০১টি সিপিইউ, ০১টি এলসিডি মনিটর, ইউপিএস ও ০১টি করে প্রিন্টার ) এবং প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হয় । উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্পিউটার-সামগ্রী বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ( এম,পি ) ।
এ ছাড়াও "কর্ম সংস্থান ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ জোরদারকরণ" নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে । উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরনের জন্য এটি চালু করা হয়েছে। এর আওতায় ২০১২-১৩ অর্থ বছরে প্রতি উপজেলায় ০৮টি ব্যাচ-এ মোট ৩২০ জন বেকার যুব-যুব মহিলাকে ( দিনাজপুরের ১৩টি উপজেলায় সর্বমোট ৪১৬০ জন ) স্থানীয় চাহিদা ভিত্তিক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেয়া হবে ।
সাংগঠনিক কাঠামো
কর্মকর্তাবৃন্দ
ছবিনামপদবিফোনমোবাইলইমেইল মো: মতিউর রহমান তালুকদার উপ-পরিচালক ৬৩৩৭৮ ০১৭১১৭৩৪৮৩৫ dddyddinaj@gmail.com মুহাম্মদ মিজানুর রহমান সহকারী পরিচালক ০৫৩১৬৩৪৩৮ ০১৬৭৭৮৩৭৩৫০ dddyddinaj@yahoo.com মোঃ শাহজাহান আলী সিনিয়র ইন্সট্রাকটর ০১৭১৬২৩৭৯৮৯ dddyddinaj@gmail.com মোঃ মনোয়ার আলম প্রশিক্ষক (মৎস্য) ০১৮২০৫১২১৩১ dddyddinaj@gmail.com মোঃ রায়হান আলী প্রশিক্ষক (ম.অ.ম্যা এন্ড ক.এ্যা. ) ০১৭১৫১৮১৮৫০ dddyddinaj@gmail.com মোছাম্মদ মনোয়ারা খাতুন প্রশিক্ষক ( পোষাক ) ০১৭১৬৪৭৯২১৯ dddyddinaj@gmail.com মোছা: ফারহানা চৌধুরী প্রশিক্ষক (কম্পিউটার) dddyddinaj@gmail.com মো: মোস্তফা সরকার প্রশিক্ষক (ইলেকট্রনিক্স) dddyddinaj@gmail.com মো: রেজোয়ান চৌধুরী প্রশিক্ষক (ইলেকট্রনিক্স) dddyddinaj@gmail.comতথ্য প্রদানকারী কর্মকর্তা
মুহাম্মদ মিজানুর রহমান
ইমেইল ঠিকানা
dddyddinaj@gmail.comছবি
Designation
সহকারী পরিচালকমোবাইল নাম্বার
০১৬৭৭৮৩৭৩৫০স্থায়ী ঠিকানা
কাটাশুর,মোহাম্মদপুর,ঢাকানিজ জেলা
লক্ষিপুরসর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
এমএসসি/এমএ/এমকম/এমএসএস/এমবিএ/এমএড/সমমানপূর্বতন চাকুরীস্থল
প্রধান কার্যালয়, ঢাকাকর্মচারীবৃন্দ
ছবিনামপদবি মোঃ নাঈম সরফরাজ সহকারী প্রশিক্ষক (কম্পিউটার) মোঃ আব্দুল জব্বার সরকার সহকারী প্রশিক্ষক (ইলেক্ট্রিকাল এন্ড হাউজওয়্যারিং) মোছাঃ কহিনুর বেগম জুনিয়র প্রশিক্ষক (পোশাক) মোঃ রেজাউল ইসলাম উচ্চমান সহকারী মোছাঃ আজিজা রুকসানা বিউটি ডাটা এন্ট্রি অপারেটর মো: শাহাজাহান আলী এম.এল.এস.এস মো: ফরিদু'র ইসলাম এম.এল.এস.এস মো: সাজেদুর রহমান এম.এল.এস.এস মো:জিয়াউর রহমান জিয়া এম.এল.এস.এসযোগাযোগ
যুব উন্নয়ন অধিদপ্তরও যুব প্রশিক্ষণ কেন্দ্র,
কাশিপুর, দিনাজপুর ।
ফোন নং- উপ পরিচালকঃ ০৫৩১-৬৩৩৭৮, ৬৫১৯৮
সহকারী পিরচালকঃ ০৫৩১-৬৩৪৩৮
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা( সদর )-০৫৩১-৬৬৪০৭
ই-মেইলঃ dddyddinaj@gmail.com